ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি
আইএসের ধোয়া তুলে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী’ প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন।
হাছান মাহমুদ বলেন, দেশে আইএস নেই সরকারের এমন বক্তব্যের পরেও বিএনপি বারবার প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে দেশে আইএস আছে। অথচ গতকাল (সোমবার) মার্কিন রাষ্ট্রদূতও স্বীকার করেছেন যে, কোনো বিদেশি নয়, দেশীয় গোষ্ঠী জঙ্গি হামলা ও গুপ্তহত্যা ঘটাচ্ছে।
তিনি আরো বলেন, আগে তারা আল্লাহু আকবর বলে মানুষের হাত-পায়ের রগ কাটতো আর এখন মানুষের গলায় ছুরি চালাচ্ছে। যারা মানুষ হত্যা করে শর্টকার্টে বেহেশতে যাওয়ার শিক্ষা দিচ্ছে, তারা ইসলামের অন্যতম প্রধান শত্রু। গ্রেফতারকৃত জঙ্গিদের স্বীকারোক্তিমূলক বক্তব্যে জানা যাচ্ছে, তাদের বেশিরভাগই অতীতে জামায়াত-শিবির করতো। যাদের আঁচলের তলায় আশ্রয় দিয়েছেন বিএনপি নেত্রী।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আদালত তারেক রহমানের দুর্নীতি মামলার রায় দেওয়ার পরে তাকে বাঁচাতে রায়ের বিরুদ্ধে বিএনপি এখন হরতাল, বিক্ষোভ করছে। এমনকি সরকার হটানোরও হুমকি দিচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তারা যে জাতীয় ঐক্যের কথা বলেছিল, তা বেমালুম ভুলে গেছে। দেশের স্বার্থ নয়, একজন দুর্নীতিবাজ বিশ্বচোরকে বাঁচানোই বিএনপির এখন মূল এজেন্ডা।
সংগঠনের সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ প্রমুখ।
এইউএ/এএইচ/আরআইপি/এমএফ