১১ শর্তে সোহরাওয়ার্দীতে আ’লীগের সমাবেশ


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১২ জানুয়ারি ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগকে ১১ শর্তে জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জনসভায় আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জনস্বার্থ বিরোধী কার্যকলাপ, রাষ্ট্র বিরোধী বক্তব্য বা কার্যক্রম, ধ্বংসাত্মক কার্যকলাপ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এ অনুমতি প্রদান করা হয়।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশ করার ক্ষেত্রে পুলিশের ১১ শর্ত মেনেই সমাবেশ করতে রাজি হয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

উল্লেখ্য, ৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনায় ঢাকা মহানগরীতে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ। বিএনপি অবশ্য অভিযোগ করে আসছে, তাদের বেলায়ই শুধু সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।