হাইতিতে আবারও প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ


প্রকাশিত: ০৬:৪১ এএম, ১১ জানুয়ারি ২০১৫

প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হাইতি। শনিবার রাজধানী পোর্ত-এউ-প্রিন্সে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয় দেশটির হাজারও জনতা।

বার্তা সংস্থা বিবিসি ও আলজাজিরা জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পানি ছুড়েছে দাঙ্গা পুলিশ। এ দিন বিক্ষোভে অন্তত দেড় হাজার লোক অংশ নেয় যাদের বেশিরভাগই তরুণ। বিক্ষোভকারীরা রাজপথে টায়ার পোড়ায় এবং দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে পাথর ও কাঁচের বোতল ছুড়ে মারে।

দেশটিতে গত বছরের শেষের দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের মুখে ১৪ ডিসেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোথি। পরবর্তী সময়ে সাবেক রেডিও সাংবাদিক ইভানস পলকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

দেশটির সংসদ সদস্যদের ক্ষমতা সোমবার মধ্যরাতে শেষ হবে। তাদের ক্ষমতা বাড়ানোর ব্যাপারে কোনো চুক্তি না হওয়ায় দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, সংসদ সদস্যদের মেয়াদ শেষ হলে ডিক্রি জারির মাধ্যমে দেশ পরিচালনা করবেন প্রেসিডেন্ট মাইকেল মার্তেলি।

এই পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ভণ্ডুল ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে মার্তেলির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জনগণ। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছে বিক্ষুব্ধরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।