শাটল ট্রেনে বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলো ছাত্রলীগ


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২২ জুলাই ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের স্বাক্ষকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে বিভিন্ন নামে বগি রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল নেতা-কর্মীকে এ বগি ভিত্তিক রাজনীতি বর্জন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠনের জের ধরে পদবঞ্চিতদের অবরোধ কর্মসূচি ও হামলায় শাটল ট্রেন বন্ধ হয়ে যায়। পরে চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আন্দোলনকারীদের তলব করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এসএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।