তারেকের সাজার প্রতিবাদে শনিবার বিক্ষোভ করবে বিএনপি
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন।
রিজভী বলেন, তারেক রহমানের সাজা ঘোষণার পর সারা দেশ থেকে ২২ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
উল্লেখ্য, ২০০৯ সালের একটি অর্থপাচার মামলায় তারেক রহমানকে গতকাল সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এই মামলায় নিম্ন আদালত তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন।
এমএম/এনএফ/পিআর