কটন পাঞ্জাবির প্রাধান্য


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৪ জুলাই ২০১৪

ঈদ আয়োজনে ছেলেদের জন্য প্রধান পসরা পাঞ্জাবি। পাঞ্জাবি না হলে ঈদের নামাজ ও বেড়ানো যেন জমেই না! তাই ঈদে ছেলেদের পোশাকের খোঁজ নিতে গেলে মেলে হরেক নকশার আকর্ষণীয় পাঞ্জাবির খবর। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ছেলেদের পোশাকের খবর নিতে আমরা গিয়েছি রাজধানীর বসুন্ধরা সিটিতে। সেখানে বেশ কটা শোরুম ঘুরে জানা গেল আবহাওয়া ও দেশীয় সংস্কৃতি সবসময়ই পাঞ্জাবিতে প্রাধান্য পেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে তাদের কালেকশন বর্ষাকেন্দ্রিক নয়। ইদানিংকালের চরমভাবাপন্ন গরমকে তারা প্রাধান্য দিয়েছেন। ফেব্রিকের মধ্যে প্রাধান্য পেয়েছে কটন। দোকানিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মধ্যবিত্ত ক্রেতারা সাধারণত এই ফেব্রিকটি পছন্দ করেন।

পাঞ্জাবি ছাড়াও ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, পলো, জুতা ও অ্যাক্সেসরিজের বিশাল কালেকশন এসেছে মার্কেটটিতে। তবে ছেলেদের বাজার এখনও জমে ওঠেনি। কেউ কেউ জানালেন বিক্রি এখনও গত বছরের চেয়ে কম।

আর্টিস্টি : বসন্ধুরায় বেশ বড় পরিসরে রয়েছে আর্টিস্টির শোরুম। প্রথম থেকে চতুর্থ তলা বিভিন্ন ফ্লোর বিন্যাস করা হয়েছে আলাদা আলাদা পোশাকে। ১৯৯৬ সাল থেকে চালু হওয়া হাউসটি ইতোমধ্যে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ঢাকা ও ঢাকার বাইরে এর বেশ ক’টি শোরুম রয়েছে।

এবারের ঈদের পণ্য নিয়ে কথা হয় মার্কেটিংয়ের দায়িত্বে থাকা শাহীন আহমেদের সঙ্গে। তিনি জানান, বরাবরের মতো ছেলেদের জন্য ঈদের প্রধান আকর্ষণ হল পাঞ্জাবি। আদি ফেব্রিককে তারা বেছে নিয়েছেন এবারের বেশির ভাগ আইটেমে। তাদের কাপড়ও আমদানি করা। ডাই করা এ সব পাঞ্জাবি বেশ আরামদায়ক।

পাঞ্জাবির নকশার ক্ষেত্রে তারা গুরুত্ব দিয়েছেন আবহাওয়া ও সংস্কৃতিকে। বোঝাই যাচ্ছে বেশ ছিমছাম লুককে তারা বেছে নিয়েছেন। জানালেন পাঞ্জাবিতে আশানুরূপ সাড়া মিলেছে। দাম পড়ছে ১৯৯৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।

অন্যান্য পোশাকের মধ্যে বরাবরের মতো আছে ক্যাজুয়াল শার্ট। তাদের ইজিপশিয়ান কটনের শার্ট ভাল চলে সব সময়। দাম ২৪৯৫ থেকে ৩৪৯৫ টাকা। প্যান্টের মধ্যে তাদের এক্সক্লুসিভ কালেকশন চিনুজ ট্রাউজার। এ ছাড়া হালে আবারও জনপ্রিয় হয়ে ওঠা টুইলের বড় একটা কালেকশন এনেছে। দাম ২৪৯৫ থেকে ২৮৯৫ টাকার মধ্যে।

ওয়েস্টিন : অপেক্ষাকৃত নতুন ব্র্যান্ড ওয়েস্টিন। ২০০৬ সালে চালু হওয়া হাউসটির সারাদেশে শোরুম সংখ্যা ২২। বসুন্ধরা সিটিতে রয়েছে ৪টি শোরুম। তারাও জোর দিয়েছেন পাঞ্জাবিতে। পাঞ্জাবিতে তারা বেছে নিয়েছেন হরেক-রকমের ফেব্রিক। এর মধ্যে আছে কাতান, কটন ও সিল্ক। বিচিত্র নকশার কারচুপি ও হাতের কাজ দিয়ে সাজানো হয়েছে এ সব পাঞ্জাবি।

ওয়েস্টিন সব সময়ই স্লিমফিট নিয়ে কাজ করে। এবারও ব্যতিক্রম হয়নি। তবে সেমি লং কাজও রেখেছে তারা। পাঞ্জাবিতে দাম পড়ছে ১৯৮০ থেকে ২৯৩০ টাকার মধ্যে।

এবারে তাদের একটি বিশেষ আকর্ষণ হল কাতুয়া। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিলবোর্ডে কাতুয়া প্রদর্শিত হচ্ছে। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির ম্যানেজার (এইচআর) মামুন হাসান বলেন, এর সাইজটা আলাদা। পাঞ্জাবির চেয়ে শর্ট, আবার ফতুয়ার চেয়ে একটু বড়। এটিও বেশ ভালো চলছে।

তিনি জানান, বরাবরের মতোই হরেক ডিজাইনের ক্যাজুয়াল শার্ট এসেছে। চেক, এক কালারের মধ্যে এ সব শার্ট এসেছে। কালারের ভেরিয়েশন ক্রেতাদের আকর্ষণ করবে। তবে এক কালারের শার্টের মধ্যে কলার ও কাফে আলাদা কালার ব্যবহার করা হয়েছে। যা শার্টকে আলাদা লুক দেয়। বরাবরই তারা মধ্যবিত্তের কথা মাথায় রাখে। তাই ক্যাজুয়াল শার্টগুলোর দাম ১২৮০ থেকে ১৩৮০ টাকার মধ্যে। জিন্সের দাম পড়ছে ১৬৭৫ থেকে ১৮৭৫ টাকার মধ্যে। এ ছাড়া ন্যারো শেপে এসেছে টুইল। সলিড কালারের এ সব টুইলের দাম পড়ছে ১২৮০ থেকে ১৩৮০ টাকার মধ্যে। সূত্র: দ্যা রিপোর্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।