কার্যালয় নেই ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৭ জুলাই ২০১৬

বহুতল ভবনের নতুন কার্যালয় নির্মাণ করতে ভাঙা হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। তাই ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ শাখার কোনো কার্যালয় এখনও নির্ধারণ হয়নি। তবে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আশপাশে নিজেদের কার্যালয় করে নিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার কার্যালয় ছেড়ে দিলেও এখন পর্যন্ত নতুন কোনো অফিস নির্ধারণ করতে পারেনি। তবে যতদিন কার্যালয় পাওয়া যাবে না ততদিন ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে অফিসের মালামাল রাখা হবে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও একই সমস্যার সম্মুখীন হয়েছে। তবে মহানগরের দুই শীর্ষ নেতার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, আমাদের অফিস উত্তর সিটি কর্পোরেশন এলাকায় স্থানান্তরের একটি সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কার্যালয় ভাড়া নেয়া হয়েছে ২৫ বঙ্গবন্ধু এভিনিউ ও ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, নেত্রী (শেখ হাসিনা) আমাদের বলেছেন ধানমন্ডি কার্যালয়ে আমাদের অফিস করতে। এখন থেকে আমাদের অফিসের কার্যক্রম সেখান থেকে পরিচালনা হবে। তবে পরে কোথাও ভালো অফিস পেলে সেখানে চলে যাবে সংগঠনের অফিস।

মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে আমাদের নতুন কার্যালয় হিসেবে ব্যবহার করবো।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার বলেন, প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো।

সহযোগী সংগঠন কৃষক লীগ ও দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের জন্য নতুন অফিস ১৯ বঙ্গবন্ধু এভিনিউর চারতলায়। নতুন অফিসে মালপত্র স্থানান্তরের কাজ শুরু করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে।

এইউএ/জেএইচ/পিআর/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।