ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে খালেদার অভিনন্দন


প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৩ জুলাই ২০১৬

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মেকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে টেরেসা মের শপথ গ্রহণের পর এ অভিনন্দন জানান খালেদা।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ম্যাডাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন।

ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন টেরেসা। রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বাকিংহাম প্যালেসে যান এবং রানী তাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন।

টেরেসা মে ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে দেশটির একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। তিনি ১৯৭৯ থেকে ১৯৯০ সাল ব্রিটেনের মসনদে ছিলেন।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।