জঙ্গিরা মানুষও না, মুসলমানও না : কৃষিমন্ত্রী


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৩ জুলাই ২০১৬

দেশে সম্প্রতি ঘটা জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গিরা মানুষ না, মুসলমানও না।

বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা বিজয়ী হবোই। এরা মানুষরূপী শয়তান। এদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।

মতিয়া চৌধুরী বলেন, এসব সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবে। আইনের মাধ্যমেই একদিন তাদের শেষ পরিণতির দিকে যেতে হবে। এদেশে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনির বিচার হয়েছে। সন্ত্রাসীদের বিচার হবে।

তিনি বলেন, শেখ হাসিনার পদভারে জঙ্গিবাদ নিশ্চিহ্ন ও নিষ্পেষিত হবে। শেখ হাসিনার মাত্র দুটি পা নয়, ১৬ কোটি শান্তিকামী মানুষের পায়ের শক্তি এখন শেখ হাসিনার পায়ে, এটা তাদের বুঝতে হবে।

তিনি বলেন, লজ্জা, ঘৃণা এবং ধিক্কার জানাই ওইসব সন্তানদের। তাদের মায়েরা মানুষের সামনে চোখ পর্যন্ত ফেলে না। এর চেয়ে জঘন্য জীবন আর কি হতে পারে? ছেলের জন্য মা চোখের পানি ফেলতে পারে না লজ্জা, ঘৃণার ভয়ে। ধিক সেই সন্তান, জঙ্গিকে। যার মা একটু কাঁদতেও পারে না।

মতিয়া বলেন, কারা জঙ্গিকে প্রশ্রয়, লালন করছে। এই জঙ্গিবাদের বিষাক্ত দাঁত বাংলার সুজলা, সুফলা বাংলাকে আচ্ছন্ন করছে, রক্তাক্ত করছে। আমি বলি খালেদা জিয়া অভ্যুত্থান দেখা আপনার একটা স্বপ্ন বিলাস। সোয়ামী (জিয়াউর রহমান) যে পথে গেছে বৌ (খালেদা জিয়াও) সেই পথে যাচ্ছে।

তিনি বলেন, সন্ত্রাসী হামলার পর বিএনপির এক নেতা দেখলাম শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। আমি তাকে বলবো, আমেরিকায় তো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে কে ওবামার পদত্যাগ দাবি করেছে। এসব কথা বলে কোন লাভ হবে না।

সিঙ্গাপুরের বাংলাদেশিকে জঙ্গি অর্থায়নের দায়ে শাস্তি দেয়ার কথা উল্লেখ করে মতিয়া বলেন, গ্রামে একটা কথা আছে এক হাঁসে নষ্ট করে সাত পুকুরের পানি। এই কয়েকজন কুকর্ম বিদেশে বাঙালিদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে।  আর আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে।

এ সময় জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

সমাবেশে যুবলীগ চেয়ারম্যান সংগঠনটির নেতাকর্মীদের সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দাঁড়াতে শপথ করান।

ঢাকা দক্ষিণ শাখা যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাংবাদিক মোজাম্মেল বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

এইউএ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।