১২ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন বাবর


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১২ জুলাই ২০১৬
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় মুক্তি পান তিনি। মায়ের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। বাবরের ব্যক্তিগত সহকারী খায়রুল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুক্তির পর কেন্দ্রীয় কারাগার থেকে গুলশানের বাসায় যাবেন তিনি। সেখানে গিয়ে শেষবারের মতো মাকে দেখবেন বাবর।

পরে গুলশানের আজাদ মনজিদে তার মায়ের জানাজায় অংশ নেবেন তিনি।

জানাজা শেষে বনানী কবরস্থানে বাবরের মার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন খায়রুল।

মঙ্গলবার ভোরে রাজধানীর এপোলো হাসপাতালে মারা যান বাবরের মা।

এমএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।