জঙ্গি হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম বিএনপির শোক সমাবেশ


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১২ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোক সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজির দেউরি ভিআইপি টাওয়ারের সামনে থেকে শুরু করে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শোক র‌্যালিটি শেষ হয়।

শোক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াই জঙ্গি দমন করেছিলেন। তিনি (খালেদা জিয়া) বাংলাভাইসহ বড় বড় জঙ্গিদের মূলোৎপাটন করেছিলেন। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীন। দেশের বর্তমান সংকটের জন্য সরকারই দায়ী।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদের মদদ দিচ্ছে। তারা বিএনপিকে জামায়াত ছাড়তে বলে অথচ নিজেরা সংসদে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে কথা বলেন না।

সমাবেশে নগর বিএনপি নেতা মো. মিয়া ভোলার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবু রহমান শামীম, আবুল হাসেম বক্কর প্রমুখ।

জীবন মুছা/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।