কি কারণে বন্দি জানতে চাই : খালেদা জিয়া


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

গুলশান কার্যালয়ে বন্দি থাকার কারণ সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে গেইটের ভিতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমি অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে যেতে চাইলেও তারা দেয়নি। তারা যদি আমাকে বন্দি না করে তবে কেন বের হতে দেওয়া হচ্ছে না? কেন চারপাশে এত পাহারা? আমাকে কেন অবরুদ্ধ করা হয়েছে? কেন সমাবেশ করতে দেওয়া হলো না?

সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, আমাকে যদি অবরুদ্ধ না করা হয় তবে যারা আমার সঙ্গে দেখা করতে আসতে চায় তাদের কেন আসতে দেওয়া হয় না। আজ শুধু আমি অবরুদ্ধ নই, পুরো দেশটাই অবরুদ্ধ। এই সরকার পুরো দেশটাকে কারাগার করে রেখেছে। এই অবস্থা চলতে পারে না।

তারা চাইলে আমাকে সমাবেশ করতে দিত। তারা নিজেরাও সমাবেশ করতো। গত বছরের আজকে দিনে একটি নির্বাচন হয়েছে যেখানে দেশের মানুষ অংশগ্রহণ করেনি। এটি একটি অবৈধ সরকার যে কারণে দেশে গণতন্ত্র নেই মানবাধিকার নেই, আইনের শাসন নেই।

দেশে বর্তমানে স্বাভাবিক অবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতে চেয়েছিল কিন্তু সরকার তা দেয়নি। আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা পুলিশের সহযোগিতায় হামলা করছে। আমার কর্মসূচি আসলো আর হঠাৎ করে তারা নিরাপত্তা দেওয়া শুরু করলো। এটা কোন ধরনের নিরাপত্তা? আমি তো চেয়েছি পল্টনে আমাদের পার্টি অফিসে নিরাপত্তা, যেখানে আমাদের সমাবেশ হবে।

দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানান। খালেদা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলের অংশগ্রহণে দেশে একটা নির্বাচন হতে হবে। বর্তমান যে সরকার রয়েছে সে সরকার নির্বাচিত নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।