ন্যায় বিচারে ব্যর্থ হলে আস্থা হারাবে জনগণ : মজীনা


প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৩ জুলাই ২০১৪

রাষ্ট্র যদি কার্যকর ন্যায় বিচার প্রদানে ব্যর্থ হয় তাহলে জনগণ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায় এবং আইন হাতে তুলে নেয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

বুধবার সকালে রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুল এ ফরেনসিক হত্যা তদন্ত বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড্যান মজীনা বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যই আজকের এই সভা।  আপনারা জানেন ন্যায় বিচার প্রদান বেশ জটিল পদক্ষেপ। দেশের বিচার ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার আন্তরিক।

তিনি বলেন, কোনো একটি হত্যা ঘটনায় আলামত, পরিষ্কার পক্ষপাতহীন ও সরাসরি আলামত ঘটনার দোষ প্রমাণে ও ন্যায় বিচার নিশ্চিতকরণে আইনী ভিত্তি প্রদান করা হয়ে থাকে।

মজিনা বলেন, এই সেমিনারে আমেরিকার কয়েকজন ফরেনসিক বিশেষজ্ঞ শীর্ষ আলামত নিয়ে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে এসেছেন। তারা এদেশের ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে কয়েক দশকের অভিজ্ঞতা বিনিময় করবেন। আর এই অভিজ্ঞতা বিনিময়ের মধ্যদিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা গতিশীল এবং এর প্রতি মানুষের আস্থাও বাড়বে।

সেমিনারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহা-পরিদর্শক মো. মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।