ছাত্রলীগের প্রতিটি আঘাতের জবাব দেয়া হবে : রাজীব


প্রকাশিত: ০৬:২২ পিএম, ২১ জুন ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের চালানো প্রতিটি আঘাতের সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান।

তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাবি ক্যাম্পাসে ঢুকতে দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে একটি আঘাতও বৃথা যাবে না। ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের চালানো প্রতিটি আঘাত ঢাবির মাটিতেই ফিরিয়ে দেয়া হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের ১৫তম দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এমন হুঁশিয়ারি দেন রাজীব।

‘সহাবস্থান, পরমত সহিষ্ণু ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে আগামী দিনের জাতীয় নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ঢাবি শাখা ছাত্রদল।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দীর্ঘদিন সহাবস্থান না থাকার প্রসঙ্গ টেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ঢাবিতে ছাত্রদলকে কেউ সহাবস্থান তৈরি করে দেবে না। তাদেরকেই এটা করতে হবে।

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ঢাবি প্রশাসন ডাকসু নির্বাচন দেবে না। কারণ, নির্বাচন হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন (বাংলাদেশ ছাত্রলীগ) পরাজিত হবে। তাই ডাকসু নির্বাচন আদায় করে নিতে হবে।

ডাকসু নির্বাচন দিতে ঢাবি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, এ নির্বাচন অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ছাত্রদল সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচন হলে ছাত্রদল তাতে অংশগ্রহণ করবে।

ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান তার বক্তব্যে অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে ঢাবি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ঢাবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক সিরাজুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।