দেশে নিরাপত্তাহীনতার ভয় বিরাজ করছে : রনি


প্রকাশিত: ১০:০৮ এএম, ০২ জানুয়ারি ২০১৫

দেশে এখন নিরাপত্তাহীনতার ভয় বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে ‘৪৩তম বিজয় দিবস এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, দেশে এখন নিরাপত্তাহীনতার ভয় বিরাজ করছে। রাষ্ট্রের নিরাপত্তা কর্মীদের কাছে জনগণ নিরাপত্তা পাওয়ার বিষয়ে শঙ্কাও রয়েছে। সবাইকে একযোগে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, শাহজাহান পুরে শিশু জিহাদ উদ্ধারে সরকার প্রথমে বলল সে পাইপের মধ্যে নেই। পরে তাকে সাধারণ মানুষ উদ্ধার করল। জিহাদের বাবা নিজেই জানে না কাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। পুলিশ নিজেদের ইচ্ছেমত নাম দিচ্ছেন বলে জানান মান্না।

সংগঠনের চেয়ারম্যান নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হায়দার আকবর খান রনো, জেষ্ঠ্য সাংবাদিক কাজী সিরাজ, বিএইচআরএমসি এর পরিচালক ব্যারিস্টার মেজর (অব:) সরোয়ার হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।