গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৬ জুন ২০১৬

রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই সাঁড়াশি অভিযানের নামে সরকার গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চলমান সাঁড়াশি অভিযানে বিএনপির দুই হাজার ৬৮২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, এই অভিযানে ১৫ হাজারের অধিক মানুষকে গ্রেফতার করে সরকার বহির্বিশ্বে প্রমাণ করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদ সৃষ্টির কারখানা।

আদালতের নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষকে গ্রেফতার করায় `সুয়োমোটো রুল` জারি করতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।