সংলাপের প্রশ্নই ওঠে না : নাসিম


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০১ জানুয়ারি ২০১৫

বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না, নির্বাচন কমিশন ছাড়া কারও সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য শুনে মনে হয়েছে, উনি ২০১৩ সালের বক্তব্য দিচ্ছেন। ২০১৩ সালে সংলাপের প্রয়োজন ছিল, তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা আপনাকে প্রকাশ্যে সংলাপের আহবান জানিয়েছিলেন। এটা বাংলার মানুষ জানে। তখন সংলাপের আহবানে সাড়া না দিয়ে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারলেন, গাড়ি জ্বালিয়ে দেওয়া শুরু করলেন।

এ সময় ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনে ঢাকা মহানগরের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহবান জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।