মহাসমাবেশে বক্তব্য রাখছেন এরশাদ


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০১ জানুয়ারি ২০১৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ মহাসমাবেশ শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার পর সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। মহাসমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে মাঠ ও আশপাশের এলাকা। জাতীয় পার্টির নেতা-কর্মীর ছবিসংবলিত ব্যানার, পোস্টার দিয়ে সমাবেশের চারপাশ সাজানো হয়েছে। উদ্যানের ঠিক মাঝখানে উত্তরমুখী মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান মঞ্চের কয়েক ফুট দূরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ।

 মহাসমাবেশ বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।