কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন খালেদা


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৩ জুন ২০১৬

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইফতারের পূর্বে কূটনীতিকদের প্রতিটি টেবিল ঘুরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের প্রত্যেকের খোঁজখবর নেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই ইফতারের আয়োজন করেন বেগম জিয়া।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, শ্রীলঙ্কা, ফিলিস্তিনসহ প্রায় ৪০টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।

খালেদা জিয়ার টেবিলে একসঙ্গে ইফতার করেন আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মাইদুনসহ নরওয়ে, শ্রীলঙ্কা, ভ্যাটিকান সিটি, কোরিয়া, জাপান, চীন, মিশর, কুয়েতের রাষ্ট্রদুত ও হাই কমিশনার।

ইফতারে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অংশ নেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহেমেদ, আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাবি শিক্ষক সুকমল বড়ুয়া, আসিফ নজরুল, বোরহান উদ্দিন, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, জেবা খান প্রমুখ।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।