ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছেন এরশাদ


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২২ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরাইলের উপর কঠোর চাপ প্রয়োগের জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান।

এরশাদ বলেন, ইসরাইল ফিলিস্তিনের গাজা এলাকায় যেভাবে হামলা চালিয়ে মানুষ হত্যা করে যাচ্ছে- তা সভ্য দুনিয়াকে কলঙ্কিত করছে। এই হামলায় মৃত সন্তানকে বুকে নিয়ে স্বজনদের আহাজারি মানবতাকেই ধিক্কার দিচ্ছে। অথচ যারা মানবাধিকারের কথা বলেন এসব সভ্য জাতি আজ নীরব ভূমিকা পালন করছে। আমি এই নীরবতারও নিন্দা জানাই।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বিবৃতিতে গোটা বিশ্বকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরাইলের ওপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।