জাপার নতুন কমিটিতে ৯ উপদেষ্টা ও ১৮ ভাইস চেয়ারম্যান


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৯ জুন ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির নতুন কমিটিতে ৯ জন উপদেষ্টা ও ১৮ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন।

জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে পার্টির চেয়ারম্যান দ্বিতীয় পর্যায়ে বুধবার এ নাম ঘোষণা করেন।

৯ জন উপদেষ্টার মধ্যে আছেন- এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি (সংসদ বিষয়ক উপদেষ্টা), আ ন ম শাহজাহান (শিক্ষা বিষয়ক উপদেষ্টা), রিন্টু আনোয়ার (প্রচার বিষয়ক উপদেষ্টা), সিরাজুল ইসলাম চৌধুরী (শিল্প বিষয়ক উপদেষ্টা), মেরিনা রহমান (সমবায় বিষয়ক উপদেষ্টা), সৈয়দ দিদার বখত্ (তথ্য বিষয়ক উপদেষ্টা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (বিচার বিভাগ বিষয়ক উপদেষ্টা), ব্যারিস্টার দিলারা খন্দকার ( মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা) এবং সোমনাথ দে (সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা)।

১৮ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে আছেন- মোরশেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, মো. নুরুল আমিন শানু, ড. আনোয়ার চৌধুরী জীবন, এম এ তালহা, অ্যাড. জিয়াউল হক মৃধা এমপি, মাহজাবীন মোরশেদ এমপি, মো. নুরুল ইসলাম মিলন এমপি, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, মিসেস শেরীফা কাদের, খন্দকার আব্দুস সালাম, সালাউদ্দিন আহমেদ, কোরবান আলী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, অ্যাডভোকেট একরামুর হক, শামসুল আলম মাস্টার এবং এটিএম গোলাম মাওলা চৌধুরী।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।