গাড়ি ভাঙচুর : ফখরুলসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৪

২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে সোমবার রাতে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ।

মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে আসামি করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে ৪৩ জনের নাম উল্লেখ থাকলেও অজ্ঞাত হিসেবে আরও ২০-২৫ জনকে আসামি দেখানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

উল্লেখ্য, ২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে সচিবালয়ের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।