ইফতার ঘিরে ঢাকায় মানিকগঞ্জের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৮ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বসবাসরত মানিকগঞ্জ জেলার অধিবাসীদের সংগঠন মানিকগঞ্জ ফোরাম, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাপান গার্ডেন সিটির চিফ অ্যাকাউন্টেন্ট অ্যাডভোকেট আওলাদ হোসেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সাহিদুর রহমান খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-৩ সংসদীয় আসনের প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্বের প্রফেসর ড. আবু সায়েম, শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর।

এছাড়াও অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মানিকগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা করেন পায়রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম এনামুল হক।

এএএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।