ভালো খেলা শুরু করেছেন, সরকারকে দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২২ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাসিনার বিচার তিন, চার বা ছয় মাসের মধ্যেই হতে পারতো। কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে তাতে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কি না। তরুণরা বলেছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না। তাই বলে কি নির্বাচনও হবে না? ভালো খেলা শুরু করেছেন।

তিনি বলেন, যদি ভালো উদ্যোগী হন তাহলে এক বছরের বিচারকাজ তিন মাসে করতে পারবেন। সেইজন্যে নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষের পেটে ভাত না দিতে পারেন; ভোটের অধিকার টা তো দিতে পারেন। শেখ হাসিনা তিন টার্ম মানুষের ভোটের অধিকার দেয়নি। আপনারা তো সেই একই পথে হাঁটছেন। মানুষ এখন ভোটের অধিকার চায়।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বাংলাদেশের কৃষিক্ষেত্রে আধুনিকতার স্বাক্ষর রেখেছিলেন। শিল্পক্ষেত্রে এক ধরনের জোয়ার এনেছিলেন। তার হাত ধরে এদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা পেয়েছিল। আজ যে রেমিট্যান্সের কথা বলি সেটাও এই মহান নেতার উদ্যোগ। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। ব্যক্তিজীবনের দুর্নীতিবিরোধী যেমন ছিলেন, ঠিক তেমনি সামরিক ব্যক্তিত্ব হওয়ার পরও তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের আধার। তার হাত ধরেই এদেশে দ্বিতীয়বারের মতো গণতন্ত্র এবং স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছিল। সেই নেতাকে আমাদের স্মরণ করতে হবে নিজেদের প্রয়োজনেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব মো. এমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, ঢাকা মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব রুহুল আলম, শফিকুল হাসান রতন, আকতারুজ্জামান গিয়াস, মনোয়ারুল ইসলাম এনাম, শরীফুজ্জামান প্রমুখ।

কেএইচ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।