ইতেকাফে বসেছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২২ মার্চ ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ফাইল ছবি

পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের জন্য ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রতি রমজানে ব্যস্ততার মধ্যেও তিনি ইতেকাফে বসেন।

শনিবার (২২ মার্চ) জামায়াতের প্রচার বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ঢাকার একটি মসজিদে ইতেকাফে বসেছেন জামায়াত আমির। ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৩০ অথবা ৩১ মার্চ পর্যন্ত ইতেকাফে থাকবেন তিনি।

সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশ দিন সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধি ও ইবাদতের জন্য ইতেকাফে থাকবেন। এ সময়ে ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্য সব কাজকর্ম বাদ দিয়ে শুধু ইবাদাত ও জিকির-আজকারে মশগুল থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।