যুদ্ধবিরতির পরও গাজায় হামলা জঘন্যতম অপরাধ: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২১ মার্চ ২০২৫
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চলছে মানবতাহীন নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্য ভূমিতে পরিণত করা হচ্ছে। সেখানে রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে নতুন করে নির্বিচারে বিমান হামলায় শিশুসহ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হামলায় ফিলিস্তিনের উপত্যকাটি যেন প্রাণহীন ঊষর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী। যুদ্ধবিরতির পরও নতুন করে এ হামলা বেআইনি ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসরায়েলের এ ভয়াবহ আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। বিশ্ব জনমতের কোনো তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরায়েল আধিপত্য বজায়ের খেলায় মেতেছে। আমি নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া আহতদের আশু সুস্থতা কামনা করছি।

কেএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।