বিএনপি কার্যালয়ের কর্মী গাফফার মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২১ মার্চ ২০২৫

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাতে ঢাকার কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মৃত্যুকালে আব্দুল গাফফারের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, তার মতো নিবেদিত একজন কর্মী অকালে চলে যাওয়া আমাদের জন্য বেদনার। তিনি আব্দুল গাফফারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার জানাজা ও দাফন শুক্রবার (২২ মার্চ) বাদ জুমা ময়মনসিংহের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

কেএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।