ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন: দুদু

এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ব্যর্থ হলে বাঙালি জাতি সাগরে পড়বে। জাতিকে উদ্ধার না করে ধুম্রজাল সৃষ্টি করেছেন কেন? এখনো আপনার কথাবার্তায় চাল-চলনে কুয়াশা থাকবে কেন? আমি মনে করি এই সরকারের প্রধান কাজ কম-বেশি যা সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা।
বৃহস্পতিবার (২০ মার্চ) শিশু কল্যাণ পরিষদে মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, অনেকে মনে করছে ফ্যাসিবাদ চলে গেছে। কিন্তু এমনটি মনে করা বিপজ্জনক হতে পারে। স্বৈরতন্ত্রের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচিত কোনো সরকার এখন দেশে নেই।
তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেটি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য গঠন করা হয়েছে। এ সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। সেই নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। কিন্তু এই সরকার নিজেরাই সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমরা বিরোধিতা করিনি।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে এই সরকারের কাজকর্ম দেখে আমরা আশাহত হয়েছি। বলা যায়, হতাশাজনক। আমরা নির্বাচনের একটি রোডম্যাপ চেয়েছি। কবে কোন দিন কোন মাসে নির্বাচন হবে তার একটি ব্যাখ্যা চেয়েছি। অন্তর্বর্তী সরকার এত সফল যে গত সাত মাসেও তারা এই ব্যাখ্যা (রোডম্যাপ) দিতে পারেনি।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দুদু বলেন, আমরা আপনাকে পছন্দ করি। আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আপনার কথাবার্তায় ও চাল-চলনে কুয়াশা কাটান। গত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। সেজন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন।
ফিলিস্তিনে গণহত্যা সম্পর্কে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমি এর সম্পূর্ণ দায় মুসলিম বিশ্বের নেতাদের ওপর দেবো। কারণ, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল কখনো এটি করতে পারতো না।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক এমপি শামীম কায়সার লিংকন ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।
কেএইচ/এমকেআর/এমএস