সরকারকে ক্ষমতায় রাখতেই বিচারপতিদের অভিসংশসন : গয়েশ্বর
শেখ হাসিনা সরকারকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখার জন্যই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ডেমোক্রিটিক মুভমেন্ট আয়োজিত ‘বিচারপতি অপসারণ প্রক্রিয়া এবং বিচার বিভাগ’ শীর্ষক গোলটেবিল সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখার জন্যই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এতে বিচার বিভাগ স্বাধীনতা হারাবে। বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
গয়েশ্বর বলেন, জনগণের শেষ আশ্রয় স্থলটুকু শেষ হয়ে যাবে। বিচার বিভাগের শিরচ্ছেদ হলে গুম-খুন, নির্যাতন বাড়বে। সংসদ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা হাতে নিলে আওয়ামী সন্ত্রসীদের আর বাধা থাকে না।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান, বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমাতুল্লা প্রমুখ বক্তব্য রাখেন।