হরতাল ও বিক্ষোভে মাঠে নেই নেতাকর্মীরা
গাজীপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও সারাদেশে বিক্ষোভ কর্মসুচি ঘোষণা করলেও শনিবার সকাল থেকে দুপুর ২ টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও বিক্ষোভ কর্মসূচি পালন করেনি বিএনপি। এদিকে অস্তিত্ব টিকে রাখার শেষ সংগ্রামে সেই পুরানো চেহারায় দলটি আবারও তাদেরকে উপস্থাপন করায় হতাশ দলের তৃণমূলের নেতাকর্মীরা।
সূত্র জানায়, বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকেও আজ শনিবার রাজপথে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে পদ না পাওয়ায় অনেকেই জীবন বাজি রেখে আন্দােলন করতে নারাজ তাই কর্মী সংকটের কারণে রাজপথে নামেনি সংগঠনটি।
তবে ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারি জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রদল কর্মী বিক্ষোভের সমর্থনে রাজধানীতে একটি মিছিল করেছে।
ঢাকা বিশ্বিবিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে কমিটি না হওয়ায় শনিবার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।
এদিকে ছাত্রদল সভাপতি রাজিব আহসান বলেন, অতীতে বিএনপির যে কোন কর্মসূচিতে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে রাজপথে ছিল ছাত্রদল। সকাল থেকেই বিক্ষোভের সমর্থনে কর্মসূচি পালিত না হলেও সন্ধ্যা নাগাত হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গাজীপুরে ১৪৪ ধারা জারির কারণে পূর্বঘোষিত সমাবেশ বাতিল করেছে বিএনপি। প্রতিবাদে শুক্রবার রাত ৯ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সংম্মেলন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘােষণা করেন।