কম মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার দাবি ইশরাকের

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সহজলভ্য এবং কম মূল্যে জনগণের কাছে যাতে ইন্টারনেট পৌঁছায় আমরা সেটি চাই। এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে চিন্তা করতে হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে সংস্কার এর প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অন্যান্য খাতে যেমন দুর্নীতি হয়েছে, টেলি যোগাযোগ খাতেও একই কাজ করা হয়েছে। নীরবে-নিভৃতে এখান থেকে ব্যাপক লুটপাট করা হয়েছে।
তিনি বলেন, এই টেলি যোগাযোগ খাতে কারা কারা দুর্নীতি করেছে, তাদের চিহ্নিত করে একটা শ্বেতপত্র করা হোক। পাচার করা অর্থ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। জনগণের কাছে ইন্টারনেট সবচেয়ে কম মূল্যে কীভাবে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো যায় সে ব্যবস্থা করতে হবে।
বিএনপির এ নেতা বলেন, ইনফো সরকার- ১, ২ ও ৩ জনগণের ট্যাক্সের টাকায় বানানো। এগুলোতে বিশেষ ব্যক্তি অথবা ব্যক্তি কোম্পানিকে টোটাল অথরিটি দেওয়া হয়েছে। তারা তাদের ব্যক্তিগত সম্পদের মতো সেগুলোকে ব্যবহার করেছে। অথচ এটা ব্যবহার করার কথা ছিল জেলা-উপজেলা পর্যায়ে। কিন্তু, বিগত সরকার গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে। কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে।
বিটিআরসি এখনো আগের মতোই আছে মন্তব্য করে ইশরাক হোসেন বলেন, সবকিছু এক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। সবকিছু দলীয়করণ করা হয়েছে, বিটিআরসি এখনো আগের মতোই আছে।
তিনি বলেন, অতীতে যারা লাইসেন্স পেয়েছে, তারা যেন মার্কেট আউট না হয় সে ব্যবস্থা করতে হবে। তারাও তো কর্মসংস্থান সৃষ্টি করেছে। একজন রাজনীতিবিদ হিসেবে আমি সেটা মনে করি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিকম বিশেষজ্ঞ মুস্তাফা মাহমুদ হুসাইন। এতে আরও বক্তব্য দেন বেসিসের সাবেক সভাপতি ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, রবির সিনিয়র ডিরেক্টর অনামিকা ভক্ত, গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত, এমটবের হেড অব কমিউনিকেশন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসআরএস/কেএসআর