আমেরিকা-চীনের মতো ভারতও আমাদের উন্নয়নের অংশীদার: আহমেদ আযম খান

আমেরিকা, চীন, রাশিয়ার মতো ভারতও আমাদের উন্নয়নের অংশীদার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
তিনি বলেন, গত ৫ আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সেটা আমাদের ছাত্র, আমাদের কৃষক, আমাদের রাজনৈতিক দল, আমরাই এটা করেছি। এই যে সরকার- এ সরকারকে আমরা সবাই সমর্থন করেছি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নবগঠিত বান্দরবান এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
আহমেদ আযম খান বলেন, সরকার প্রতিশ্রুতিবদ্ধ জনগণের যে আকাঙ্ক্ষা- একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে। এ বছরের শেষে যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব বৃহৎ শক্তির সহযোগিতা চাই।
- আরও পড়ুন
- আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে গভীর সংকট অপেক্ষা করছে
- স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল জামায়াত: ফারুক
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এ কমিটির মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবো এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো, জনগণের আশা পূরণ করবো।
বিএনপির এ নেতা আরও বলেন, কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমরা চাই আগস্টের মধ্যে নির্বাচন, তবে সরকার বলছে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন।
এসময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক স্বাচিন প্রু জেরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ, সদস্যসচিব জাবেদ রেজা, সদস্য মামাচিং, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সদস্যসচিব হেলাল উদ্দিন প্রমুখ।
কেএইচ/কেএসআর/এএসএম