অলিম্পিক আসরের জমকালো উদ্বোধন
রিও অলিম্পিকের জমকালো উদ্বোধন নিয়ে এই আয়োজন।
-
ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠলো এবারের রিও অলিম্পিকের। অলিম্পিক আসরকে ‘গ্রেটেস্ট শো আন আর্থ’ বলা হয়ে থাকে।
-
অলিম্পিকের উদ্বোধনী আসরে ব্রাজিলে ঐহিত্যবাহী নৃত্য পরিবেশন করছেন সুন্দরীরা। বহুআগে প্রাচীন গ্রিসের ঈশ্বরদের সম্মান জানানোর উদ্দেশ্যে অলিম্পিক আসরের সূত্রপাত হয়।
-
বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় মারাকানা স্টেডিয়ামে এই গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন ৬০ হাজার দর্শক।
-
ঘরে বসে টেলিভিশনের পর্দায় তা উপভোগ করেছেন ৩ বিলিয়ন দর্শক। রীতি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি দেশের প্রতিযোগীরা নিজ দেশের পতাকা হাতে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন।
-
জমকালো আয়োজনে ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম। বলা হয়ে থাকে পুরানকথা, ঐতিহ্য, ইতিহাস সবই একাকার হয় এই অলিম্পিকে।
-
অলিমম্পিকের এবারের আসর নিয়ে শুরু থেকেই বেশ শঙ্কা ছিল। দক্ষিণ আমেরিকার কোনো দেশে এবারই প্রথম বসলো অলিম্পকের আসর।
-
ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্য পরিবেশন করছে দুই নৃত্যশিল্পী।
-
অলিম্পিকের মতো একটি বড় আসরের আয়োজক হতে পেরে ব্রাজিল গর্বিত। তারপরও এমন আয়োজনের বিরুদ্ধে দেশটিতে প্রতিবাদ এসেছে বারবার।
-
ব্রাজিলে এই আয়োজনের বিরোধিতা করছেন তাদের মূল বক্তব্য হলো- এমন আড়ম্বরপূর্ণ আয়োজনের জন্য যে বিশাল অর্থ খরচ হলো তা ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কাজে লাগানো যেত।