অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন যারা
এবারের টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে ছয়জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ডিসিপ্লনে অংশ নিয়েছেন। জেনে নিন তাদের সম্পর্কে।
-
আরিফুল ইসলাম: টোকিও অলিম্পিকে বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড। ছবি: সংগৃহীত
-
জুনায়না আহমেদ: জুনায়নাও নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। ২৯.৭৮ সেকেন্ড সময়ে শেষ করেও হিটে পঞ্চম হয়েছেন জুনায়না। ৮১ জনের মধ্যে ৬৮তম বাংলাদেশি সাঁতারু।ছবি: সংগৃহীত
-
আব্দুল্লাহ হেল বাকি: ভালো পারফরম্যান্সের স্বপ্ন নিয়েই টোকিও অলিম্পিকে গিয়েছিলেন আব্দুল্লাহ হেল বাকি। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের তারকা এ শুটার। ছবি: সংগৃহীত
-
জহির রায়হান: রোববার সকালে বাংলাদেশ সময় সকাল ৮টা ১ মিনিটে ৪০০ মিটারের হিটে অংশ নেবেন বাংলাদেশের এই অ্যাথলেট। ২৯ বছর পর অলিম্পিকে বাংলাদেশের কোনো অ্যাথলেট অংশ নিচ্ছেন ৪০০ মিটারে। ছবি: সংগৃহীত
-
রোমান সানা: টোকিও অলিম্পিক স্বপ্ন শেষ রোমান সানার। শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে মাত্র ১ পয়েন্টর জন্য বিদায় নিলেন। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টোকিও অলিম্পিকের আর্চারি থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি হেরে যান ৪-৬ ব্যবধানে। ছবি: সংগৃহীত
-
দিয়া সিদ্দিকী: মেয়েদের এককে দিয়া সিদ্দিকীও লড়াই করে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। বেলারুশের কারিনা দিওমিনসকায়ার কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৬-৫ সেট পয়েন্টে হারতে হয়েছে। নির্ধারিত ৫টি সেট ড্র হলে শুট অফে ১০-৯ পয়েন্টে হার দেখেন দিয়া। ছবি: সংগৃহীত