২১ বছর পর ভারোত্তোলনে পদক জিতলেন ভারতের মীরাবাঈ
দীর্ঘ ২১ বছর পর অলিম্পিকে পদক জিতেছেন ভারতের মীরাবাঈ। পদক জিতে ভীষণ আনন্দিত তিনি।
-
২১ বছর পর আবার অলিম্পিকে কোনো ভারতীয় ভারোত্তোলক আবার পদক জিতলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্নম মালেশ্বরী। ২০২১ সালে টোকিও অলিম্পিকে রুপা জিতলেন মীরাবাঈ চানু। ছবি: সংগৃহীত
-
৪৯ কেজি বিভাগে রুপা জিতেছেন ভারতের মণিপুরের নংপক কাকচিং গ্রামের মেয়ে মীরাবাঈ। ছবি: সংগৃহীত
-
এমন পারফরম্যান্সের পর মীরাবাঈ বললেন, আমি খুব নার্ভাস ছিলাম। গোটা দেশ আমার খেলা দেখছিল। এত প্রত্যাশা ছিল আমার উপর। আমি নিজেকে উজাড় করে দেব বলেই ঠিক করে রেখেছিলাম। ছবি: সংগৃহীত
-
মীরাবাঈ আরও বললেন, সোনা জয়ের জন্য খুব চেষ্টা করেছি। কিন্তু এবার হলো না। ক্লিন অ্যান্ড জার্ক-এ অল্পের জন্য লক্ষ্যে পৌঁছতে পারলাম না। আক্ষেপ রয়েছে। তবে নিজের পারফরম্যান্সে আমি খুশি। ছবি: সংগৃহীত
-
মণিপুরের ভারোত্তোলক মীরাবাঈকে এখন ভারতে তুমুল আলোচনা হচ্ছে । মীরাবাঈ বলছিলেন, রিও অলিম্পিকের ব্যর্থতার পর খুব মনমরা হয়েছিলাম। তবে রিওর ব্যর্থতাই টোকিওর সাফল্যের কারণ। রিওর ব্যর্থতার পর বুঝতে পেরেছিলাম আমাকে কী করতে হবে। কোন ভুলগুলো শোধরাতে হবে। নিজেকে নতুন করে গড়েছিলাম। ছবি: সংগৃহীত