করোনার মাঝেও হাজার হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখলো
হাজার হাজার দর্শক একসঙ্গে বসে দেখল ম্যাচ, করোনার ভয় আর নেই এই দেশে। জেনে নিন কোন দেশে এমনট ঘটনা ঘটেছে।
-
জনসংখ্যা দশ কোটি। তার মধ্যে করোনা টেস্টে পজিটিভ ৩২৮ জন। কিন্তু একজনও মারা যাননি। ভিয়েতনাম করোনা জয়ের কাছাকাছি দাঁড়িয়ে। আর তাই সেখানে এখন আর মারণ ভাইরাস নিয়ে ভয়-ডর নেই। হাজার হাজার দর্শক পাশাপাশি বসে ফুটবল ম্যাচ দেখে ফেললেন।
-
জনসংখ্যা দশ কোটি। তার মধ্যে করোনা টেস্টে পজিটিভ ৩২৮ জন। কিন্তু একজনও মারা যাননি। ভিয়েতনাম করোনা জয়ের কাছাকাছি দাঁড়িয়ে। আর তাই সেখানে এখন আর মারণ ভাইরাস নিয়ে ভয়-ডর নেই। হাজার হাজার দর্শক পাশাপাশি বসে ফুটবল ম্যাচ দেখে ফেললেন।
-
স্পেন, ইতালি ও ইংল্যান্ডেও চলতি মাসে ফুটবল ফিরবে। কিন্তু খেলা হবে ফাঁকা স্টেডিয়ামে। তবে ভিয়েতনামে এদিন ৩০ হাজার দর্শক বসে খেলা দেখলেন। ৫০ দিন পর ভিয়েতনামে ফিরল ফুটবল।
-
মার্চ মাসে ভিয়েতনামে পেশাদার ফুটবলের সব ম্যাচ বাতিল করা হয়। এদিন স্টেডিয়ামে দর্শকরা সামাজিক দূরত্ব পালন করেননি। এমনকী অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্টেডিয়ামে ঢোকার আগে সবার থার্মাল স্ক্রিনিং হয়েছিল।
-
স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা এক দর্শক বলেছেন, ‘'করোনায় ভয় পেলে ম্যাচ দেখতে আসতাম না। ভাইরাস রোধে আমাদের সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে আমরা আশ্বস্ত। এখানে করোনা সেভাবে ভয়ঙ্কর হয়ে উতে পারেনি। আমরা স্বাভাবিক জীবনে ফিরছি এবার।’
-
ভিয়েতনাম যেভাবে করোনর বিরুদ্ধে লড়াই করেছে তা সত্যিই প্রশংসনীয়। তবে এদিন ম্যাচে দর্শকদের স্বাস্থ্য সুরক্ষায় গাফিলতির ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।