এই খেলোয়াড়রা বায়োপিকের জন্য কত টাকা নিয়েছিলেন
বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। বিখ্যাত মানুষের জীবন কাহিনি পর্দায় দেখতে পছন্দও করেন দর্শক। আর ভারতীয় খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের সব সময়ই বিশেষ আকর্ষণ রয়েছে। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন এই খেলোয়াড়রা বায়োপিকের জন্য কত টাকা নিয়েছিলেন-
-
২০১৩ সালে ভারতীয় অ্যাথলিট মিলখা সিংহের জীবন নিয়ে ছবি তৈরি করেছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ছবিতে মিলখা সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মিলখা সিংহ নিজের জীবনের গল্প বলেছিলেন মাত্র এক টাকার বিনিময়ে।
-
২০১৪ সালে মহিলা বক্সার মেরি কমের বায়োপিক তৈরি হয়েছিল। মেরির ভূমিকায় অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়া নজর কেড়েছিলেন। বলিউড সূত্রে খবর, মেরি কম ২৫ লাখ টাকা নিয়েছিলেন জীবনের গল্প বলার জন্য।
-
২০১৬ সালে মুক্তি পেয়েছিল ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ধোনি নিজের জীবনকাহিনি শেয়ার করার জন্য ৬০ কোটি টাকা নিয়েছিলেন।
-
ওই একই বছরে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের জীবন নিয়ে ছবি তৈরি করেছিলেন নীতেশ তিওয়ারি। ছবিতে মহাবীরের দুই মেয়ে গীতা ও ববিতা ফোগতের কুস্তিগীর হয়ে ওঠার লড়াই দেখানো হয়েছিল। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মহাবীর সিংহ ফোগত নিজের জীবনের গল্প শেয়ার করার বিনিময়ে ৮০ লাখ টাকা নিয়েছিলেন।
-
‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ যদিও কোনও বায়োপিক নয়। এটি একটি বায়োগ্রাফিকাল ডকু-ড্রামা। ছবিতে শচীন টেন্ডুলকারের মুখেই জীবনের গল্প শোনা গিয়েছে। বলিউডি ছবির জন্য নিজের জীবন কাহিনি শেয়ার করার পরিবর্তে প্রায় ৪০ কোটি টাকা নিয়েছিলেন শচীন। ইন্ডাস্ট্রি সূত্রে অন্তত এমনটাই জানা যায়। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি।