আনন্দের জোয়ারে ভাসছে শিশুরা
দুদিন ধরে অতিবৃষ্টির কবলে দেশ। রাজধানীতেও প্রভাব পড়েছে তার। টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। আবার অন্যদিকে বৃষ্টি পেয়ে খেলাধুলায় মেতে উঠেছে শিশুরা। ছবিগুলো রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠ থেকে তোলা।
-
বৃষ্টি ওদের ডাক দিয়েছে। তাই বাঁধন খুলে ছুটে এসেছে মাঠে। সঙ্গে এনেছে ফুটবল। বলের সঙ্গে শূন্যে ভাসছে দেহ। ছবি: মাহবুব আলম
-
বৃষ্টিতে দলবেঁধে ফুটবল খেলার মজাই আলাদা। নগর জীবনে এ যেন পরম পাওয়া। কারণ এমন সুযোগ বারবার আসে না। ছবি: মাহবুব আলম
-
কোমর ছুঁইছুঁই পানিতে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে শিশুটি। দুহাতে ধরে আছে ককশিট। পানি পেরিয়ে পৌঁছে যাবে গন্তব্যে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর একটি ফাঁকা মাঠ যেন আশপাশের সব শিশুর দখলে। এখানে কেউ ফুটবল খেলে। কেউ পানিতে অবগাহন করে। ছবি: মাহবুব আলম
-
বাধভাঙা উল্লাসে মেতে উঠেছে দুই শিশু। বিনোদনহীন এই নগরে আজকের বৃষ্টি যেন আশীর্বাদ ওদের জন্য। তারই অভিব্যক্তি ফুটে উঠেছে। ছবি: মাহবুব আলম
-
এই মাঠ থেকেই হয়তো একদিন উঠে আসবে মেসি কিংবা নেইমার। হঠাৎ এ দৃশ্য চোখে পড়লে এমন ভাবাটাই স্বাভাবিক। ছবি: মাহবুব আলম