ছবিতে দেখুন আর্জেন্টিনার জয়ের মুহূর্ত
গতরাতে লন্ডনের ওয়েম্বলিতে ‘লা ফিনালিসিমা’ জিতেছে আর্জেন্টিনা। ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে হারায় দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা। ম্যাচে নান্দনিক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। দুটি গোল বানিয়ে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুই যুগেরও বেশি সময় পর দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচের দারুণ কিছু মুহূর্ত ছবিতে দেখুন।
-
জয়ের আনন্দে মেতেছে আর্জেন্টিনা দল। সতীর্থদের সঙ্গে শিরোপা হাতে নিয়ে উল্লাস করছেন মেসি। ছবি: সংগৃহীত
-
ম্যাচ সেরা হওয়াতে মেসিকে এভাবেই অভিবাদন জানালেন দলের অন্য খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
-
গোল না পেলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। তার এ হাসি ভক্তদের মন কেড়ে নিয়েছে। ছবি: সংগৃহীত
-
পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, চমৎকার চিপ শটে করেছেন দ্বিতীয় গোলটি। ছবি: সংগৃহীত
-
হাত নাড়িয়ে ভক্তদের অভিবাদন জানালেন মেসি। ছবি: সংগৃহীত
-
প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ, পরে ডি মারিয়াকে দিয়ে করান দ্বিতীয়টি। ছবি: সংগৃহীত
-
ইতালিকে হারিয়ে জেতা এ শিরোপাটি পরিবারের সদস্যদের উৎসর্গ করে ডি মারিয়া বলেন, ‘এই শিরোপা জয়ে আমি অনেক খুশি। আমি এটি আমাদের সবার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা সবসময় আমাদের সমর্থন দিয়ে গেছে এবং যারা আজকে মাঠে উপস্থিত ছিলো। এটি অবিশ্বাস্য।’ ছবি: সংগৃহীত
-
ম্যাচের ২৮ মিনিটে লিওনেল মেসির পাস থেকে প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ। আর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্টিনেজের পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে স্কোরশিটে নাম তুলেছেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। ছবি: সংগৃহীত
-
সুপার সাব হিসেবে নেমে আড়াই মিনিটের মাথায় স্কোরশিটে নাম তুলেছেন পাওলো দিবালা। ছবি: সংগৃহীত
-
ছর না ঘুরতেই দ্বিতীয় শিরোপা জিতে উচ্ছ্বসিত আর্জেন্টিনা শিবির। ছবি: সংগৃহীত