টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ছন্দে টিম ইন্ডিয়া। তবে রবিবার দ্বিতীয় ম্যাচেও কি একই দাপট দেখিয়ে সিরিজ পকেটে পুরতে পারবেন বিরাট কোহলিরা? রবীন্দ্র জাদেজাকে হারিয়ে এমনিতেই কোহলি ক্যাম্পে বড় ধাক্কা লেগেছে। তবে যুজবেন্দ্র চহালের দুরন্ত পারফরম্যান্সে ফের নতুন করে আশায় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কারা দলে থাকতে পারেন তা দেখে নিন।
-
রবিবারের ম্যাচে সিডনির পিচে ওপেনার হিসেবে কে এল রাহুলের থাকাটা নিশ্চিত বললে অত্যুক্তি হবে না। শুক্রবারের ম্যাচে ৪০ বলে ৫১ রানের ইনিংস খেলে টিমকে ভরসা দিয়েছিলেন রাহুল। ফলে এসসিজিতে তাকে দেখা যেতেই পারে।
-
রাহুলের পার্টনার হিসেবে প্রথম একাদশে জায়গা প্রায় পাকা শিখর ধাওয়ানেরও। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলে নিজের ফর্মের পরিচয় দিয়েছিলেন। প্রথম টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও শিখরকেই ফের একবার সিডনির বাইশ গজে দেখা যেতে পারে।
-
ক্যানবেরার ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি বিরাট কোহলি। তবে সিরিজে গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলসে উঠতেই চাইবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
-
সদ্যসমাপ্ত আইপিএলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন সঞ্জু স্যামসন। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ২৩ রান করলেও ফের সুযোগ পেতে পারেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপার হিসেবেও টিম ইন্ডিয়ায় হেসেখেলেই জায়গা করে নিতে পারেন। তবে এই মুহূর্তে কে এল রাহুলের কাঁধেই সেই দায়িত্ব। ফলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেও দলে আসতে পারেন সঞ্জু। সেই সঙ্গে তার ফিল্ডিংও দলের সম্পদ হতে পারে।
-
ক্যানবেরার ম্যাচে মিচেল স্টার্কের বাউন্সারে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে মিডল অর্ডারে দলে আসতে পারেন শ্রেয়াস আইয়ার। রবিবারের ম্যাচে আইপিএলের ফর্ম দেখাতে পারলে অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চের ঘুম কেড়ে নিতে পারেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন।
-
মণীশ পান্ডের পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কি অন্য কাউকে দেখা যাবে? উত্তরটা হয়তো ‘না’! মিডল অর্ডারে এক প্রান্ত ধরে রেখে বড় রানের নিশ্চয়তা দিতে পারে মণীশের ব্যাট।
-
ওয়ান ডে সিরিজ হাতছাড়া হলেও চলতি অস্ট্রেলিয়া সফরে নিজের বিধ্বংসী চেহারা দেখিয়েছেন হার্দিক পান্ডে। ব্যাটের পাশাপাশি এই অলরাউন্ডারের মিডিয়াম ফাস্ট বোলিংও কাজে আসতে পারে কোহলিদের।
-
বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে অভিষেক। তবে প্রথম ম্যাচেই চমকে দিয়েছেন ২৯ বছরের টি নটরাজন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। তার বিষাক্ত ইয়র্কার বহু অজি ব্যাটসম্যানকেই টলিয়ে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট পণ্ডিতেরা।
-
প্রথম একাদশে জায়গা না পেলেও রবীন্দ্র জাদেজার ‘কানকাসন সাব’ হিসেবে ক্যানবেরায় নেমেই চমক দিয়েছেন যুজবেন্দ্র চহাল। ৪ ওভারে ২৫ রান খরচ করে অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ এবং ম্যাথু ওয়েডের মতো ৩টি দামি উইকেট তুলে নিয়েছিলেন। সিরিজের দখল নিতে চহালের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।
-
চলতি সিরিজে মহম্মদ শামি কি ফের সুযোগ পাবেন? অনেকেই এই প্রশ্নটা করছেন। তবে ক্যানবেরায় ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনও উইকেট না পাওয়ায় সে সম্ভাবনা কমেছে। শামির বদলে ফের দীপক চহারের উপরেই ভরসা রাখতে পারেন বিরাট কোহালি।
-
টি নটরাজন দলে আসায় ক্যানবেরায় রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছে যশপ্রীত বুমরাকে। তবে সিডনিতে জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নটরাজনের সঙ্গী হতে পারেন বুম-বুম-বুমরা!