জেনে নিন রোনালদোর চেয়ে কতটা বেশি বেতন পান মেসি
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ০৬:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯
রোনালদো কত টাকা কম বেতন পান মেসির চেয়ে- এই নিয়ে দুই তারকা ফুটবলারের সমর্থকদের মধ্যে কৌতূলহলের শেষ নেই। এ নিয়ে তুমুল বিতর্কও চলে।
-
এবার জানা গেল, রোনালদোর থেকে কত টাকা বেশি বেতন পান মেসি!
-
মেসি, রোনালদো, গ্রিজম্যান। সর্বাধিক বেতন পাওয়ার তালিকায় আপাতত এই দুজনই প্রথম তিনে। চার নম্বরে নেইমার।
-
বেতনের কথা উঠলে মেসির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন রোনালদো। রোনালদো চেয়ে প্রায় দ্বিগুণ টাকা বেতন পান মেসি।
-
মেসিকে প্রতি মাসে ৭.২৭ মিলিয়ন পাউন্ড বেতন দেয় বার্সেলোনা। যেখানে রোনালদো জুভেন্টাসের থেকে পান ৪.১১ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ, রোনালদোর বেতন ৪৬ কোটি টাকার মতো। এদিকে, মেসির বেতন ৮০ কোটি টাকারও বেশি।
-
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২.৮৯ মিলিয়ন পাউন্ড বেতন পান গ্রিজম্যান। নেইমারকে ২.৬৮ মিলিয়ন পাউন্ড বেতন দেয় পিএসজি।