নজরকাড়া স্টেডিয়াম নির্মাণ করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে কাতার
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য ৮টি স্টেডিয়াম নির্মাণ করছে কাতার। অনেকেই বলতে শুরু করেছেন, স্টেডিয়াম নির্মাণ করে তাক লাগাবে কাতার। মধ্য প্রাচ্যের এই প্রথম কোনো দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। দেখুন ৮টি স্টেডিয়ামের ছবি।
-
খলিফা স্টেডিয়ামের ভিতরের অংশ। জোরকদমে চলছে কাজ।
-
আল ওয়াকরা স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি। এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন ৪০ হাজার মানুষ।
-
আল খোর শহরের আল বায়েত স্টেডিয়াম। কাজ এখনও অর্ধেক বাকি। তবে কাজ শেষ হলে স্টেডিয়াম অতটাই সুন্দর দেখতে হবে। ৬০ হাজার দর্শক আসন সমৃদ্ধ এই স্টেডিয়ামের সৌন্দর্য অসাধারণ।
-
এডুকেশন সিটি স্টেডিয়াম। এখানে কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে।
-
আল রায়ান স্টেডিয়াম। ৪০ হাজার দর্শক এখানে বসতে পারবেন। পুরনো আহমেদ আলি বিন স্টেডিয়ামের পাশেই এটি নির্মাণ করা হচ্ছে।
-
আল থুম্মা স্টেডিয়াম। দোহা থেকে ১২ কিমি দক্ষিণে অবস্থিত এই স্টেডিয়াম। আরবের পুরুষরা যে টুপি পরেন (গ্রাফিয়া), এই স্টেডিয়ামের অনেকটা সেরকম দেখতে হবে।
-
রাস আবোদ স্টেডিয়াম। ৪০ হাজার দর্শকাসন সমৃদ্ধ এই স্টেডিয়ামে বিশ্বকাপের পর অন্য খেলাও হবে।