ম্যারাডোনা যে কারণে দুই হাতে একই ঘড়ি পরতেন
বিশ্ববিখ্যাত কিংবদন্তি ফুটবল তারকা ম্যারাডোনা দুই হাতে একই ডিজাইনের ঘড়ি পরতেন। শুধু স্টাইলের জন্য দুই হাতে ঘড়ি পতেন না। জেনে নিন তার এই একই ধরনের ঘড়ি পরার কারণ।
-
ম্যারাডোনা বেশ শৌখিন মানুষ। দামি ঘড়ি, সানগ্লাস, জামা-কাপড় তাকে আকর্ষণ করে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা অবশ্য দামি হাতঘড়ির প্রতি একটু বেশিই দুর্বল।
-
অনেক সময় অনেক জায়গাতেই দেখা গিয়েছে, দুই হাতে একই ঘড়ি পরে রয়েছেন ম্যারাডোনা। কেন এমন করেন তিনি? অনেকে বলেন, এটা তার স্টাইল। কিন্তু তার এমন স্টাইলের পিছনে কারণ রয়েছে।
-
কিছু ক্ষেত্রে ঘড়ি কোম্পানির বিজ্ঞাপনী প্রচার করেন ম্যারাডোনা। তবে তার দুই হাতে ঘড়ি পরার আসল কারণ অন্য।
-
আসলে ম্যারাডোনা বছরের বেশিরভাগ সময়ই ট্র্যাভেল করেন। সেক্ষেত্রে যেখানে থাকেন সেখানকার স্থানীয় সময় হাতের একটা ঘড়িতে দেখেন তিনি।
-
শুধুমাত্র স্থানীয় সময় দেখলে আবার ম্যারাডোনার চলে না। তিনি আলাদা করে আর্জেন্টিনার সময়ের খোঁজও রাখেন। আর তার অন্য হাতের ঘড়িটা সব সময় আর্জেন্টিনার সময়ই দেখায়।
-
দামি গাড়ি থেকে শুরু করে কানে হিরের দুল। ম্যারাডোনা জীবনযাপন কিন্তু বেশ রাজকীয়। এমন মানুষের হাজারো শখ থাকবে সেটাই তো স্বাভাবিক। আর আর্জেন্টাইন তারকার ঘনিষ্ঠমহল জানে, ম্যারাডোনা কোনো দিনই মিতব্যয়ী ছিলেন না। বরং নিজেকে স্টাইলিশ করে তুলতে তিনি বেশ খরচ করেন।
-
এখন বাঁতের ব্যথায় কাবু মারাডোনা। ডাক্তারদের বক্তব্য, তার অস্ত্রোপচার হবে। চিকিৎসকরা বলছেন, অস্ত্রোপচারের সিদ্ধান্ত ম্যারাডোনাকেই নিতে হবে। মারাডোনা নাকি ভালো করে হাঁটতেও পারছেন না।