লেস্টারের শিরোপা উদযাপন
এভারটনকে হারিয়েই লেস্টারের শিরোপা উদযাপন নিয়ে এ অ্যালবাম।
-
এ বিজয়কে এখন আর রূপকথা বলা যাবে না। লেস্টার যে ইতিহাস সৃষ্টি করেছে-সেটা এখন দিবালোকের ন্যায় বাস্তব। ছবি : ডেউলি মেইল।
-
ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল থেকে শুরু করে বড় বড় ঐতিহ্যবাহী প্রিমিয়ার লিগ ক্লাবগুলো যেখানে চূড়ান্তভাবে ব্যর্থ, সেখানে একাগ্রতা, পরিশ্রম এবং ধৈর্য দিয়ে সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহন করেছে লেস্টার সিটি। ছবি : ডেউলি মেইল।
-
কিং পাওয়ার স্টেডিয়ামের সত্যিকারের কিং এখন লেস্টার সিটি। ক্লদিও রানিয়েরির চূড়ান্ত অভিভাকত্বই লেস্টারকে এনে দিয়েছে এমন অসাধারণ এক সাফল্য। ছবি : ডেউলি মেইল।
-
গত সপ্তাহে টটেনহ্যামের সঙ্গে চেলসির ড্র করার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছিল লেস্টারের শিরোপা জয়। রূপকথার অভিযাত্রা শেষে করে এখন তারা প্রত্যাশিত গন্তব্যে। ছবি : ডেউলি মেইল।
-
এভারটনের বিপক্ষে ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শিরোপা তুলে দেয়া হবে। ছবি : ডেউলি মেইল।
-
সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেলো শনিবার। কিং পাওয়ার স্টেডিয়ামে তো এমনিতেই রাজত্বের মুকুট পরে নামছিল দ্য ফক্সেসরা। ছবি : ডেউলি মেইল।
-
এভার্টন লেস্টারের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে গেলো।