বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জয়ের পাঁচ কারণ
বিশ্বকাপে অঘটনের পালা অব্যাহত রয়েছে। সেমিফাইনালে এবারের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। দেখে নেওয়া যাক ক্রোয়েশিয়ার জয়ের পাঁচটি প্রধান কারণ।
-
প্রথমার্ধে একাধিক বার সুযোগ এলেও তেমন কিছুই করতে পারেননি ইংল্যান্ডের ফুটবলাররা। বহুবার আক্রমণে গেলেও একটিমাত্র গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংল্যান্ডকে। প্রথমার্ধে একাধিক সুযোগ হারানোর ফল ভুগতে হলো তাদের।
-
ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচের ছকে আটকে গেলেন হ্যারি কেন। মেসিকে আটকে দেওয়ার পড়ে হ্যারি কেনকেও খেলতে দেবেন না, বলেছিলেন ক্রোয়েশিয়ার কোচ। সেটা তিনি করালেন দলের দুই ডিফেন্ডারকে দিয়ে। হ্যারি কেন বল পেলেই তার সামনে চলে আসছিলেন দু’জন ফুটবলার।
-
ইংল্যান্ডের অনভিজ্ঞ ডিফেন্স ক্রোয়েশিয়ার কাজটা অনেক সহজ করে দিয়েছিল। ক্রোয়েশিয়ার আক্রমণ মোকাবিলা করার ক্ষেত্রে বা সেই আক্রমণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই অনভিজ্ঞতা প্রকট হয়ে উঠছিল বার বার।
-
এদিন খেলার গতি কমিয়ে দিয়েছিলেন হ্যারি কেনরা। হয়তো প্রচণ্ড গতিতে খেলতে অভ্যস্ত ক্রোয়েশিয়ার ছন্দ নষ্ট করে দেওয়াই ছিল প্রধান লক্ষ্য। প্রথমার্ধে এই পরিকল্পনা সফল সাউথগেটের। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াতে শুরু করলেন ক্রোয়েশিয়ার খোলোয়াড়রা। যার নেপথ্যে পেরিসিচ।
-
অতিরিক্ত সময়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে উঠলেন ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। ১০৯ মিনিটে গোল করলেন। এর নেপথ্যেও পেরিসিচ।