যে ক্রিকেটাররা পেশাদার ফুটবলও খেলেছেন
চলছে বিশ্বকাপ ফুটবলের লড়াই। ক্রীড়াপ্রেমীদের নজর এখন সেদিকেই। এরই মধ্যে এমন কয়েকজন ক্রিকেটারকে দেখে নেওয়া যাক, যারা পেশাদার ফুটবলও খেলেছেন।
-
ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম ভিভিয়ান রিচার্ডস ফুটবলও ভালো খেলতেন।
-
অ্যান্টিগুয়ার হয়ে ১৯৭৪ সালের বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও খেলেছিলেন রিচার্ডস। এছাড়া তিনি ইংল্যান্ডে ক্লাব ফুটবলও খেলেন।
-
ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত ইয়ান বথামও ভালো ফুটবল খেলতেন। এছাড়া ইংল্যান্ডের অপর এক ক্রিকেটার মাইক গ্যাটিংও ক্লাব ফুটবল খেলেছেন।
-
ইংল্যান্ডের অপর এক প্রাক্তন ক্রিকেটার ডেনিস কম্পটনও ভালো ফুটবল খেলতেন। তিনি দীর্ঘদিন আর্সেনালের হয়ে খেলেছিলেন। এছাড়া জাতীয় দলের হয়েও তিনি ১৬টি ম্যাচ খেলেছিলেন। যদিও সেই ম্যাচগুলি সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচ ছিলো না।
-
পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলারাও ফুটবলে দক্ষতা দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসি পেরি জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। এমনকী, ২০১১ সালে মহিলা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত একটি গোলও করেন তিনি।