যে দেশগুলো এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে
রাশিয়ার বিশ্বকাপের মূলপর্বে যে ৩২ দেশ অংশ নিয়েছে, তাদের মধ্যে প্রথম পর্বেই ছিটকে গিয়েছে পাঁচটি দেশ। এখন গ্রুপ পর্যায়ের খেলা চলছে। সেখান থেকে ১৬টি দল উঠে আসবে নক আউট পর্বে। বাকি ১৬টি বিদায় নেবে। বিশ্বকাপের শুরুতেই কোন দেশগুলো ছিটকে গেল এক নজরে দেখে নেওয়া যাক।
-
কোস্টারিকা : দল হিসাবে খুব একটা খারাপ না হলেও, এবারের বিশ্বকাপে শুরুটা মোটেই ভালো করেনি লাতিন আমেরিকার এই দলটি। সার্বিয়ার বিরুদ্ধে জিততে পারেনি তারা। ব্রাজিলের বিরুদ্ধে জ্বলে উঠলেও খুব একটা সুবিধা করতে পারেনি। পর পর দুটো ম্যাচে হেরে বিদায় নিশ্চিত করে ফেলেছে দেশটি।
-
পেরু : ১৯৮২ সালের পর এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল দক্ষিণ আমেরিকার এক চিলতে দেশটি। সে বছর গ্রুপ পর্যায় থেকে ছিটকে যায় দেশটি। রাশিয়ার বিশ্বকাপেও নিজেদের মেলে ধরতে পারেনি পেরু। পর পর দুটো ম্যাচে হারায় বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তাদের।
-
মিসর : ১৯৯৪ সালের পর ২০১৮। মহম্মদ সালাহর ওপর অনেক প্রত্যাশা ছিল এবার। এবারের বিশ্বকাপে আন্ডারডগ হিসাবে নেমেছিল দেশটি। কিন্তু উরুগুয়ে ও রাশিয়ার বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছে দেশটি।
-
সৌদি আরব : ১২ বছর পর বিশ্বকাপে খেলতে নেমেছিল মধ্য এশিয়ার এই দেশটি। রাশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সৌদি। উরুগুয়ের বিরুদ্ধে জ্বলে উঠলেও শেষ রক্ষা হয়নি। হেরে বিদায় নিয়েছে দেশটি।
-
মরক্কো : ১৯৯৮ সালে গ্রুপ স্টেজেই ছিটকে যায় আফ্রিকার এই দেশটি। এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে আত্মঘাতী গোল তাদের এগিয়ে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। পর্তুগালের বিরুদ্ধে দুর্দান্ত খেলে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বকাপের প্রথম পর্বেই পর পর দুটো ম্যাচে হারের কারণে দেশটি ছিটকে গিয়েছে।