বিশ্বসেরা যে ফুটবলাররাও কুসংস্কারে বিশ্বাস করেন
বিশ্বকাপে খেলতে আসা দুনিয়ার সেরা ফুটবলাররাও মুক্তি পাননি কুসংস্কারের হাত থেকে। কারও অটল বিশ্বাস ‘লাকি’ আন্ডারওয়্যারে, কেউ আবার ব্যবহার করেন বাঁ-দিকের টয়লেট। জেনে নিন ফুটবলারদের সঙ্গে সম্পৃক্ত এমনই বিচিত্র কিছু কুসংস্কারের কথা।
-
কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুইতা যেমন। তার বিশ্বাস ছিল, নীল রঙের আন্ডারওয়্যার পরে খেললে সাফল্য আসবেই।
-
জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ ম্যাচের আগে যান একদম বাঁ-দিকের টয়লেটে। তিনি মনে করেন এতে ভক্ত-দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারবেন।
-
মারিও গোমেজের সহ খেলোয়াড় হুলিয়ান ড্রাক্সলার ম্যাচের আগে পারফিউম মাখেন। তিনি মনে করেন এতে জয় আসবেই।
-
ক্রীড়াবিদদের মনোবিদ ডান আব্রাহামসের বক্তব্য, ম্যাচের আগে প্রত্যেক খেলোয়াড় নিজের মত করে কিছু নিয়ম-কানুন পালন করেন। তাতে তাদের খেলায় ইতর বিশেষ কিছু হয় না কিন্তু মানসিকভাবে জোর পান তারা।
-
ইংল্যান্ডের ফিল জোনস যেমন সাদা লাইনের ওপর দিয়ে হাঁটেন না। এটাকে তিনি জয়ের পথে হাঁটা মনে করেন।
-
ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো মাঠে নামার সময় প্রথমে ফেলেন ডান পা। তিনি বিশ্বাস করেন ডান পায়ে ভর করে সৌভাগ্য ফিরে আসবে।
-
১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের গোলকিপার বার্থেজ তার ন্যাড়া মাথায় বারবার হাত বোলাতেন।
-
বার্থেজের মাথায় চুমু খেতেন ডিফেন্ডার ব্লাঁ।