এবারের বিশ্বকাপে কে জিতবে, বলে দিচ্ছে অ্যাকিলিস
২০১৮ সালের এই বিশ্বকাপ মহারণ অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। এতে অংশ নিয়েছে বিশ্বের ৩২টি দেশ। প্রথম দিনের খেলা ছিল ‘হোস্ট কান্ট্রি’ রাশিয়া ও সৌদি আরবের।
-
প্রথম দিনের খেলা ছিল ‘হোস্ট কান্ট্রি’ রাশিয়া ও সৌদি আরবের। এবং ‘অ্যাকিলিস’ বলেছিল সেই ম্যাচে জিতবে তার দেশই। তাই হয়েছিলো। ৫-০ গোলে জিতে গিয়েছে রাশিয়া।
-
অ্যাকিলিস : রাশিয়ার, তথা বিশ্বের এই মুহূর্তে সব চেয়ে জনপ্রিয় অ্যাকিলিস নামের বিড়াল। কারণ, এই মার্জারই বলে দিচ্ছে কোন ম্যাচে জিতবে কোন টিম।
-
২০০৮ ও ২০১০ সালে এমনই ভবিষ্যতবাণী করে বিশ্বখ্যাত হয়েছিল জার্মানির ‘পল, দ্য অক্টোপাস’। ২০১০ সালের অক্টোবরে মারা যায় পল।
-
পলের মৃত্যুর পরে ‘অ্যানিমাল অরাকেল’ হিসেবে বিশ্ব দরবারে উপস্থিত হয় ‘মাদাম শিবা’। ২০১৪ সালে এই সুইস গিনি পিগের বয়স ছিল প্রায় ৬ বছর।
-
রাশিয়ার অন্যান্য বিড়ালের মতোই, অ্যাকিলিস একেবারে ধবধবে সাদা। তার নীল চোখ নজর কেড়েছে সকলেরই। কিন্তু, অ্যাকিলিস কানে শোনে না।
-
সেন্ট পিটার্সবার্গের হারমিটেজ মিউজিয়ামের বাসিন্দা অ্যাকিলিস। সেখানে তার দায়িত্ব, মিউজিয়ামকে ইঁদুরমুক্ত রাখা।
-
পশু চিকিৎসক আনা কনড্রাতেভার মতে, অ্যাকিলিস যেহেতু কানে শুনতে পায় না, সেই জন্য খুব নিশ্চিন্তে সে নিজের খেয়ালেই দেশের পতাকার দিকেই ঝুঁকেছিল।