এবারের ফুটবল বিশ্বকাপে যারা হতে পারেন নতুন নায়ক
শুরু হয়ে গিয়েছে ২১তম বিশ্বকাপ ফুটবল। মেসি-রোনাল্ডোরা তো রয়েছেনই। এই মহাতারকারা ছাড়াও এমন অনেক প্রতিভাবান তরুণ রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে নায়ক হয়ে উঠতে পারেন। একনজরে তাদের দেখে নেয়া যাক।
-
কিলিয়ান এমবাপে, ফ্রান্স : বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের কাঁধে কাধ মিলিয়ে লড়াই করার ক্ষমতা রয়েছে যাদের, তাদের মধ্যে অন্যতম এমবাপে। ফরাসি এই মিডফিল্ডার অনেক হিসাব বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।
-
সের্গেজ মিলিনকোভিচ-স্যাভিচ, সার্বিয়া : সার্বিয়ার অন্যতম শক্তিশালী মিডফিল্ডার। তেইশ বছরের এই ফুটবলারটির সারা মাঠ জুড়ে খেলার ক্ষমতা রয়েছে। সার্বিয়ার অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে ২০১৩ সালের অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছিলেন প্রথমবার।
-
হারভিং লোজানো, মেক্সিকো : দেশের হয়ে অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ২৩-এ অন্যতম সফল। ২০১৬ সালে সিনিয়র দলে সুযোগ পান। পরবর্তীতে ফিফা বিশ্বকাপ যোগ্যতা নির্ধারণ ম্যাচে কানাডার বিরুদ্ধে অন্যতম সফল।
-
মার্কো আসেনসিও, স্পেন : স্পেন ফুটবলের অন্যতম আক্রমণাত্মক মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার ফুটবলরাও বটে। ২০১৭ ইউরোপিয়ান অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশিপে তার হ্যাটট্রিক বিখ্যাত হয়ে রয়েছে।
-
সাদিও মানে, সেনেগাল : লিভারপুলের এই ফুটবলারটির জাতীয় দলের হয়েও যথেষ্ট নজর কেড়েছেন। তবে, খবরের শিরোনামে উঠে আসেন ২০১৭-তে আফ্রিকান ন্যাশনস কাপের সময়। ক্যামেরুনের বিরুদ্ধে পেনাল্টি মিস করে সমালোচিত হয়েছিলেন।
-
ক্রিশ্চিয়ান এরিকসন, ডেনমার্ক : মিডফিল্ডার হিসেবে নজরকাড়া সাফল্য রয়েছে। ছাব্বিশ বছরের ফুটবলারটি ২০১০ সালে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক দলকে বিশ্বকাপে পৌঁছে দিতে সাহায্য করে।
-
ডেভিনসন সাঞ্চেজ, কলম্বিয়া : এবছরের বিশ্বকাপ ফুটবলে বিশেষ নজর থাকছে কলম্বিয়ার সাঞ্চেজের উপর। জাতীয় দলের বিরুদ্ধে এখনও তেমনভাবে সুযোগ পাননি। যদিও এবারের বিশ্বকাপে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
-
হাকিম জড়িয়েচ, মরোক্কো : এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮টি। খেলার কৌশল এবং ফ্রি-কিকের ক্ষমতার জন্য অধিক পরিচিত।